পেকুয়া উপজেলার সফল সমবায় সমিতির মধ্যে পেকুয়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ একটি অন্যতম সফল সমবায় সমিতি। যার প্রতিষ্ঠা হয়েছিল ১৯৮৮ সালে। উক্ত সমিতির প্রারম্ভে মূলধন ছিল ৩২৫/- টাকা এবং সদস্য সংখ্যা ছিল ১৩ জন। উক্ত সমিতির কাল্ব সদস্য নং-৫২। উক্ত সমিতির মূল নিবন্ধন নং-১৪৯, তারিখ-২৫/০৩/১৯৯২খ্রিঃ। সংশোধিত নিবন্ধন নং-১৪৯/১, তারিখ-০৬/০৪/২০০৮খ্রিঃ। যার ঠিকানা হল গ্রাম-পেকুয়া, ডাক-পেকুয়া, উপজেলা-পেকুয়া, জেলা-কক্সবাজার। পেকুয়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ৩০/০৬/২০২২খ্রিঃ পর্যন্ত মূলধন হল ৩১,৬৩,৬৯,০৭০/- টাকা। সদস্য সংখ্যা ৭৯১৩ জন তন্মধ্যে পুরুষ হল ৪১৬২জন, মহিলা হল ৩৭৫১ জন। ৩০/০৬/২০২২খ্রিঃ পর্যন্ত সদস্যদের মধ্যে ঋণ বিতরণ করা হয়েছে ২৫,৫৭,০৪,৫৫৩/- টাকা।
পেকুয়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সাধারণ সঞ্চয় বাবদ ৭,৯৯,৯৪,৫৯৩/- টাকা। উৎসব সঞ্চয় বাবদ ৩০,৪৪,৫৮৯/- টাকা। ঝুঁকি সঞ্চয় বাবদ ১,৮০,৪৩০/- টাকা। ডিপিএস সঞ্চয় বাবদ ৯,৭৩,০৭,৮৯৫/- টাকা। ৭ বছরে দ্বিগুণ সঞ্চয় বাবদ ১,৪৫,২৫,৭১৮/- টাকা। শিশু কিশোর সঞ্চয় বাবদ ৩,১০,৯১,২১৮/- টাকা রয়েছে।
পেকুয়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর কোনো সদস্যের মৃত্যুর পর নিয়মিত ৫,০০,০০০/- টাকা পর্যন্ত ঋণ বীমার মাধ্যমে মওকুপ করা হয়। এছাড়া ৫০০০/- টাকা মৃত্যুকালীন অনুদান বীমা হিসেবে দেয়া হয়।
পেকুয়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ প্রতি বছর সদস্য-সদস্যাদের ছেলে মেয়েদের ৫ম শ্রেণিতে উত্তীর্ণদের মধ্যে মেধাবৃত্তি প্রদান করে থাকে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস