Wellcome to National Portal

উপজেলা সমবায় কার্যালয়, পেকুয়া, কক্সবাজারের তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম। ডানপাশে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের লিংক দেয়া আছে, ক্লিক করে ভিজিট করতে পারেন, ধন্যবাদ।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
পেকুয়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ
ছবি
ডাউনলোড

পেকুয়া উপজেলার সফল সমবায় সমিতির মধ্যে পেকুয়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ একটি অন্যতম সফল সমবায় সমিতি। যার প্রতিষ্ঠা হয়েছিল ১৯৮৮ সালে। উক্ত সমিতির প্রারম্ভে মূলধন ছিল ৩২৫/- টাকা এবং সদস্য সংখ্যা ছিল ১৩ জন। উক্ত সমিতির কাল্ব সদস্য নং-৫২। উক্ত সমিতির মূল নিবন্ধন নং-১৪৯, তারিখ-২৫/০৩/১৯৯২খ্রিঃ। সংশোধিত নিবন্ধন নং-১৪৯/১, তারিখ-০৬/০৪/২০০৮খ্রিঃ। যার ঠিকানা হল গ্রাম-পেকুয়া, ডাক-পেকুয়া, উপজেলা-পেকুয়া, জেলা-কক্সবাজার। পেকুয়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ৩০/০৬/২০২২খ্রিঃ পর্যন্ত মূলধন হল ৩১,৬৩,৬৯,০৭০/- টাকা। সদস্য সংখ্যা ৭৯১৩ জন তন্মধ্যে পুরুষ হল ৪১৬২জন, মহিলা হল ৩৭৫১ জন। ৩০/০৬/২০২২খ্রিঃ পর্যন্ত সদস্যদের মধ্যে ঋণ বিতরণ করা হয়েছে ২৫,৫৭,০৪,৫৫৩/- টাকা।

পেকুয়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সাধারণ সঞ্চয় বাবদ ৭,৯৯,৯৪,৫৯৩/- টাকা। উৎসব সঞ্চয় বাবদ ৩০,৪৪,৫৮৯/- টাকা। ঝুঁকি সঞ্চয় বাবদ ১,৮০,৪৩০/- টাকা। ডিপিএস সঞ্চয় বাবদ ৯,৭৩,০৭,৮৯৫/- টাকা। ৭ বছরে দ্বিগুণ সঞ্চয় বাবদ ১,৪৫,২৫,৭১৮/- টাকা। শিশু কিশোর সঞ্চয় বাবদ ৩,১০,৯১,২১৮/- টাকা রয়েছে।

পেকুয়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর কোনো সদস্যের মৃত্যুর পর নিয়মিত ৫,০০,০০০/- টাকা পর্যন্ত ঋণ বীমার মাধ্যমে মওকুপ করা হয়। এছাড়া ৫০০০/- টাকা মৃত্যুকালীন অনুদান বীমা হিসেবে দেয়া হয়।

পেকুয়া কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ প্রতি বছর সদস্য-সদস্যাদের ছেলে মেয়েদের ৫ম শ্রেণিতে উত্তীর্ণদের মধ্যে মেধাবৃত্তি প্রদান করে থাকে।

#সমবায় করি, সুখী ও সমৃদ্ধ দেশ গড়ি#